টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার সাবরাং আচারবনিয়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে আচারবনিয়া এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও সেখানে তাদের ফেলে যাওয়া দুটি প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবার দাম প্রায় দেড় কোটি টাকা। উদ্ধারের পর ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে।