একটি গান ২২ ভাষায় গেয়ে ভাইরাল কিশোরী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৪ নভেম্বর ২০১৯

একটি গান ২২টি ভাষায় গেয়ে ভাইরাল হয়েছেন ভারতীয় এক কিশোরী। মুম্বাইয়ের বাসিন্দা ১৫ বছরের কিশোরী আরশা মুখোপাধ্যায় এই গান গেয়েছেন।

দেশটির বাংলা দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে বলছে, ভারতকে নিয়ে গান। দেশের সৌন্দর্য, দেশের প্রতি ভালোবাসা ফুটে উঠছে সেই গানের ছত্রে, ছত্রে। গানটি গাওয়া হয়েছে মোট ২২ ভাষায়। ‘বিবিধের মাঝে মিলন’র আদর্শ উদাহরণ হল এই গান।

মুম্বাইয়ে থাকেন ওই কিশোরী। স্কুল থেকে প্রোজেক্ট বানাতে বলা হয়েছিল তাকে। সেই প্রোজেক্টের অংশ হিসাবে এই গান বানিয়েছেন আরশা। বাবা-মা ছাড়াও সুরকার রাজা নারায়ণ দেব এই কাজে সাহায্য করেছেন তাকে।

ভারতবর্ষ কেমন ও আগামী দিনে ভারতকে কেমন দেখতে চাই; আরশার গানের বিষয় ছিল সেটাই। ভারতীয় সংবিধানের অষ্টম অনুচ্ছেদে যে ২২টি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে, সেই সব ভাষাতেই গাওয়া হয়েছে এই গান।

গানটি প্রথমে লেখা হয়েছিল ইংরেজিতে। তার পর প্রায় চার মাস ধরে বিভিন্ন জনের সাহায্যে এটিকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে আরশা।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।