ঘুষ গ্রহণ-জালিয়াতিতে অভিযুক্ত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২২ নভেম্বর ২০১৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেছেন দেশটির এক অ্যাটর্নি জেনারেল। তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

একজন ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ করেছিলেন বলে নেতানিয়াহুকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি গণমাধ্যমে ইতিবাচক কভারেজ পাওয়ার জন্য অর্থ ব্যয় করেছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন এগুলো অভ্যত্থানের চেষ্টা এবং এই প্রক্রিয়ার সমালোচনা করেছেন তিনি।

নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে, তিনি পদত্যাগ করবেন না এবং আইনিভাবে তিনি পদত্যাগ করতে বাধ্য নন। টেলিভিশনে দেয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, কর্তৃপক্ষ সত্যটা প্রকাশ করছে না। তারা আমার পেছনে লেগেছে।

এর আগে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এই অভিযোগের বিষয়টি তুলে ধরতে গিয়ে অ্যাটর্নি জেনারেল আভিচাই মানদেলব্লিট বলেন, খুব দুঃখ নিয়েই তাকে এই সিদ্ধান্ত জানাতে হচ্ছে। তবে কেউই আইনের ঊর্ধ্বে নয় বলেও উল্লেখ করেন তিনি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।