আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৮


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

আফগানিস্তানের কুন্দুজ শহরে তালেবান জঙ্গিদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। সোমবার শহরটির চারদিক থেকে হামলা চালায় তালেবান জঙ্গিরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত অর্ধশতাধিক মানুষ। খবর আল জাজিরার।

তালেবান জঙ্গিরা শহরটির চারদিক থেকে একযোগে হামলা চালায়। এসময় কুন্দুজের প্রধান প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায়। এ সময় জঙ্গিরা স্থানীয় কয়েকটি পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নেয়। কুন্দুজের প্রাদেশিক ভবনও দখলে নিয়েছে জঙ্গিরা।

কুন্দুজের প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ ইউসুফ আইয়ুবি বার্তা সংস্থা এপিকে বলেন, তালেবানের এ ভয়াবহ হামলায় শহরটির বাসিন্দারা ব্যাপক উদ্বিগ্ন।

তিনি বলেন, জঙ্গিরা শহরটির দখলে নেওয়ার চেষ্টা করছে। এজন্য তারা পুরোশক্তি দিয়ে চারদিক থেকে হামলা শুরু করেছে। শহরটির ২০০ শয্যার একটি হাসপাতাল নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে বলে তালেবানের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

এদিকে, কুন্দুজের স্থানীয় সরকারের কর্মকাণ্ডে স্থানীয় নাগরিকরা মোটেও সন্তুষ্ট নন বলে প্রদেশের একজন সংসদ সদস্য জানান। তিনি বলেন, এসব বাসিন্দারা শহরটিতে তালেবান জঙ্গিদের সমর্থন দিচ্ছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।