ইদ্রিস মোড়লকে কারাগারে প্রেরণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক যশোরের ইদ্রিস মোড়লকে কারাগারে প্রেরণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে রোববার সংশ্লিষ্ট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এর আগে গত ৮ সেপ্টম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনসহ ৯ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।
ওই মামলায় ১২ আসামির মধ্যে তিনজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়েছেন আদালত। অব্যাহতি প্রাপ্তরা হলেন- আকরাম হোসেন, অজিহার মোড়ল ওরফে ওজিয়ার মোড়ল ও মশিয়ার রহমান। এর মধ্যে মশিয়ার রহমান পলাতক ছিলেন।
একই সঙ্গে ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
সোমবার ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর জেয়াদ আল মালুম উপস্থিত ছিলেন।
আইনজীবী আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ১২ আসামির মধ্যে ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়। আনুষ্ঠানিক অভিযোগে একই মামলার আসামি ৯ রাজাকারের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
এফএইচ/এসকেডি/আরআইপি