অনিশ্চয়তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা


প্রকাশিত: ১১:৪০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

সম্ভাব্য নিরপত্তা ঝুঁকির কারণে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে আসছে না তারা। এই অনিশ্চয়তা মধ্যেই মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে কোনো চমক নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ওই দলের উপরেই আস্থা রেখেছেন নির্বাচকরা। এদিকে ছুটি শেষে ইতোমধ্যে ঢাকা ফিরেছেন দলের প্রধান কোচ চান্ডিকা হাতুরুসিংহে।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহামান, রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ।

আরটি/একে/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।