ট্রেনে কাটা পড়ে যুগ্ম-সচিবের মৃত্যু


প্রকাশিত: ১০:২৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রণজিৎ চন্দ্র সরকারের (৫২) মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রণজিৎ চন্দ্র সরকার নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার মাগান গারাউন গ্রামের নরেদ্র চন্দ্র সরকারের ছেলে। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।

রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক ও যুগ্ম-সচিব রঞ্জিত কুমার সরকার সকালে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে মোহনগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকা যাচ্ছিলেন। ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় তিনি ট্রেন থেকে নেমে স্টেশন সুপারের অফিস কক্ষের বাথরুমে যান।

নির্ধারিত যাত্রা বিরতির পর ট্রেনটি স্টেশন ছেড়ে দিলে তিনি দৌঁড়ে ট্রেনে উঠার চেষ্টা করেন। এ সময় পা ফসকে ট্রেনের নিচে পড়ে গেলে একটি পা কেটে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্টেশন ও রেলওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ রেলস্টেশনের সুপার আবু তাহের জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও যুগ্ম-সচিব রঞ্জিত কুমার সরকারের গ্রামের বাড়ি গারাউন এলাকায়। সেখানে ঈদের ছুটি কাটিয়ে তিনি হাওর এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফেরার পথে যাত্রা বিরতির সময় তার অফিসের বাথরুমে যান। ফ্রেস হওয়ার পর কিছুক্ষণ তার কক্ষে অবস্থান করেন। পরে ট্রেনটি ছেড়ে দিলে তিনি দৌড়ে ট্রেনে উঠার সময় দুর্ঘটনার শিকার হন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী তার পরিচয় নিশ্চিত করেছেন। তিনি তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।

স্থানীয় সূত্র জানায়, যুগ্ম-সচিব রঞ্জিত কুমার সরকার দুই কন্যা ও এক ছেলের জনক। তিনি রবিবার মোহনগঞ্জে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

আতাউল করিম খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।