রূপগঞ্জে ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আলাশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাডুডু প্রতিযোগিতা দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে শত শত নারী-পুরুষ স্কুল মাঠে ভিড় জমান।

আতলাশপুর এলাকার বিবাহিত দলের সঙ্গে অবিবাহিত দলের প্রায় ২ ঘণ্টাব্যপী হাডুডু লড়াই চলে। এসময় উপস্থিত দর্শকরা আনন্দ উপভোগ করেন। প্রতিযোগিতায় অবিবাহিত দল জয়লাভ করেন।

হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ভুলতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া। এতে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী শাহিন মোল্লা, আকরাম হোসেন, মনির হোসেন, আব্দুর রব, ফয়সাল, মকবুল হোসেন, আমিনুল ইসলাম, নাজমুল হাসান ভুইয়া, মনজুর হোসেন মোল্লা প্রমুখ। বিজয়ী দলকে একটি রঙিন টেলিভিশন উপহার দেয়া হয়।

মীর আব্দুল আলীম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।