চাঁদপুরে নৌকাডুবির ঘটনায় ২ নিখোঁজের সন্ধান মেলেনি


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আযহায় আনন্দ করতে মেঘনা নদীতে নৌকা ভ্রমণ করতে গিয়ে রোববার নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শিশুসহ ২ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। স্বজনরা নদীতে তাদের মরদেহ খুঁজছেন।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে মেঘনা মোহনায় ইঞ্জিনচালিত নৌকাযোগে নারী-পুরুষ-শিশুসহ প্রায় ২৫/৩০জন নদীতে ঘুরতে যান। এসময় চাঁদপুর থেকে ঢাকা অভিমুখী এম.ভি পারাপার লঞ্চ ইচলীঘাট থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আসার পথে ইঞ্জিন চালিত নৌকাটিকে সজোরে ধাক্কা দিলে মেঘনা মোহনায় ওই নৌকাটি যাত্রী নিয়ে তলিয়ে যায়।

যাত্রীদের ডাক চিৎকারে ছোট ডিঙ্গি নৌকাগুলো ঘটনাস্থলে ছুটে গিয়ে যাত্রীদের উদ্ধার করতে পারলেও একজন শিশুসহ দুইজন নদীতে নিখোঁজ হয়। বিষয়টি জানতে পেরে কোস্টগার্ড সদস্যরা নদীতে ভ্রমণ কাজে নিয়োজিত নৌকাসমূহের চলাচল বন্ধ করে দেয়।

ইকরাম চৌধুরী/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।