ইলিশ ধরার অপরাধে ৩৫ জেলে আটক
ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৩৫ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে এক বছর করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজা প্রাপ্তদের মধ্যে ভোলা সদরে ২৮ জন ও মনপৃুরা উপজেলায় ২ জন রয়েছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জাগো নিউজকে জানান, সোমবার ভোরে ভোলা সদরের ইলিশা থেকে তুলাতুলি পর্যন্ত কোস্টগার্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়। আটক ২৮ জেলেকে এক বছরের কারাদণ্ড ও ৩ জনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ জেল-জরিমানা করেন। এছাড়া মনপুরা ও চরফ্যাশনে আটক হন আরো ৪ জেলে।
ইলিশ মাছের ডিম ছাড়া ও প্রজননের জন্য গত ২৫ সেপ্টম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য অধিদফতর।
এসময় সব ধরনের মাছ ধরা, বিক্রি করা ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
অমিতাভ অপু/এমজেড/এমএস