আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে আত্মঘাতী হামলা : নিহত ৯
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত কয়েক ডজন মানুষ। রোববার এ হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
তবে আত্মঘাতী এ হামলা ফুটবল, ক্রিকেট নাকি ভলিবল ম্যাচে চালানো হয়েছে তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি স্থানীয় কর্মকর্তারা।
পাকতিকা প্রদেশের পুলিশ প্রধান জারাওয়ার জাহিদ বলেন, পাকিস্তান সীমান্তের কাছে একটি ভলিবল ম্যাচ চলাকালে ঘটনাস্থলে এক আত্মঘাতী মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় বেশ কয়েকজন দর্শক আহত হয়েছেন।
রোববারের এ হামলার দায় অস্বীকার করেছে তালেবান।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকতিকা প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে আত্মঘাতী বোমা হামলায় ৯ জন ক্রিকেটার নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানান, ম্যাচটি দেখতে উপস্থিত স্থানীয় সরকারের কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হতে পারে বলে তাদের ধারণা।
এর আগে, গত বছরের নভেম্বরে একই এলাকায় একটি ভলিবল ম্যাচ চলাকালে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটে।
এসআইএস/এমএস