এশিয়ার একমাত্র যে দেশে বেতন কমবে ২০২০ সালে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ এএম, ১৮ নভেম্বর ২০১৯

সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহের পেছনে মূলত কাজ করে চাকরির নিরাপত্তা, বেতনসহ আকর্ষণীয় সুবিধা ও সামাজিক মর্যাদার বিষয়টি। ভালো বেতনের পাশাপাশি বছর শেষে বেতন বাড়ার বিষয়টিও ভালো চাকরির একটি বৈশিষ্ট্য।

ভালো চাকরির বলতে আমরা সচরাচর আমরা এমন বুঝলেও একি গবেষণা বলছে উল্টো পথে হাঁটতে যাচ্ছে পাকিস্তান। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাকিস্থানই একমাত্র দেশ যেখানে ২০২০ সালে মানুষের বেতন উল্লেখযোগ্যভাবে কমবে। আবার পরের বছরই বেতন বৃদ্ধির ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষে থাকবে।

মোবিলিটি কনসালটেন্সি ইসিএল ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে বলছে, মূল্যবৃদ্ধি এবং টাকার দাম পড়ে যাওয়ার কারণেই ২০২০ সালে পাকিস্তানিদের বেতন রেকর্ড পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে হংকংয়ে যেভাবে বেতন বৃদ্ধি হয় তার প্রায় চারগুণ বেশি ভারতে হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিপোর্টে বলা হয়েছে ২০২০ সালে চীনে কর্মচারীদের বেতন ৩.৬ % হারে বাড়বে। কিন্তু অন্যদিকে গ্রেট ব্রিটেনের কর্মচারীদের বেতন আবার কমবে।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।