বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৬ নভেম্বর ২০১৯

ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রে সরকারবিরোধী বিক্ষোভে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরাক। প্রথমদিকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলেও পরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে বিক্ষোভ সহিংস আকার ধারণ করে।

বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে একটি গাড়ির নিচে পুঁতে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটলে ওই হতাহতের ঘটনা ঘটে।

অক্টোবরের প্রথম দিকেই সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। তারপর থেকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ফাঁকা গুলি ছুড়লেও এটাই প্রথম বিস্ফোরণের ঘটনা। তায়ারান স্কয়ার এবং তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার নয়।

শুক্রবার কেন্দ্রীয় বাগদাদে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী তাজা বুলেট এবং টিয়ার গ্যাস ছুড়লে কমপক্ষে তিনজন নিহত এবং ২৫ জন আহত হয়।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।