বিশ্বকে অস্থিতিশীল করেছে ওবামার ড্রোন পলিসি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ পিএম, ২৭ জুন ২০১৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ড্রোন পলিসি শুধু বিশ্বের যুদ্ধ পরিস্থিতি ও রাজনীতিকেই অস্থিতিশীল করেনি বরং দেশটির গণতন্ত্রকেও অস্থিতিশীল করে তুলেছে। সম্প্রতি দেশটির সাবেক সেনা কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি টাস্কফোর্স এ প্রতিবেদন দিয়েছে। খবর আলজাজিরার।

ওয়াশিংটন ডিসি’র স্টিমসন সেন্টার প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওবামা প্রশাসন যুদ্ধে শক্তিশালী ও কার্যকর ফোর্স হিসেবে ড্রোনের ব্যবহার শুরু করেছে। কিন্তু তারা অন্য জাতির সার্বভৌমত্বে আঘাত ও বিদেশে অহেতুক সংঘর্ষের সৃষ্টি করছে।

সেখানে আরও বলা হয়েছে, ড্রোনের মাধ্যমে ওবামা সরকারের গোপন কার্যক্রম জনগণের মধ্যে ভুল ধারণা ও যুদ্ধবিমান সম্পর্কে ভীতির সৃষ্টি করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার কঠোর সমালোচনা সত্ত্বেও ওবামা প্রশাসনের ড্রোন পলিসি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র সরকার ও সিআইএ’র ড্রোন ব্যবহার নিয়ে নানা সমালোচনার বিষয়টি নিয়ে ওবামা প্রশাসনের আরও চিন্তা করা উচিত বলেও টাস্কফোর্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।