শালবনে বিনোদনপ্রেমি মানুষের ঢল


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

লালমনিরহাটের সীমান্তবর্তী হাতীবান্ধা উপজেলার শালবন এলাকা বিনোদনপ্রেমি মানুষের পদচারণায় মিলন মেলায় পরিণত হয়। ঈদ উপলক্ষে সেখানে সব বয়সী মানুষের সমাগম ঘটে।

বিভিন্ন সাজে সেখানকার গাড়িগুলোকে সাজানো হয়েছিল। জরি লাগানো নানা রঙে বর্ণিল কাগজ ও ‘চল না ঘুরে আসি কোথাও থেকে’লেখা ব্যানারও লাগানো হয়েছিল।

হাতীবান্ধা উপজেলার প্রাকৃতিক শালবন ৮২.৬২ একর আর ৫.০ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত।

salbon

প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যানার সংবলিত গাড়িগুলোতে বিনোদনপ্রেমিদের মাইক বাজিয়ে নেচে গেয়ে শালবনে আনন্দ করতে দেখা গেছে।

বাস, মাইক্রোবাস, রিকশা, অটোরিকশা, ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল আর পায়ে হাটা মানুষের ধীরলয়ে নির্বিঘ্ন গমণ-এ যেন  অনিন্দ্য সুন্দর উপভোগ্য এক পরিবেশ।

এছাড়া ফুটবল নিয়ে ছোটাছুটি, রিং খেলা, মাঠে বসে আড্ডা, দল বেঁধে ছবি তোলা, সামিয়ানা টেনে সারি বেধে খাবার খাওয়া  আনন্দের মাত্রাকে যেন বাড়িয়ে দিয়েছিলো।

salbon-2

এদিকে জেলার কালীগঞ্জ উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূর পথ পাড়ি দিয়ে ১০টি ঘোড়ার গাড়ি চেপে ঈদ আনন্দ উপভোগ করতে প্রায় একশ ছাত্র-ছাত্রী শালবনে প্রবেশ করে। এসময় তাদেরকে আনন্দ উল্ল্যাস করতে দেখা যায়।

শিক্ষক নাজমুল হক লাবলু জাগো নিউজকে জানান, প্রায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শ্রেণির ছাত্র/ছাত্রী ঈদ আনন্দ করতে আমাদের সঙ্গে এসেছে। তিনি আরো বলেন, আমরা সবাই কোচিং এর মাধ্যমে পড়াশুনা করাই। এরা সবাই মেধাবী। প্রতি ঈদে আমরা সবাই বিভিন্ন এলাকা ঘুরতে যাই। এতে করে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ আয়োজন করে থাকি।

রবিউল হাসান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।