পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৬ নভেম্বর ২০১৯

পাকিস্তানের কোয়েটায় শুক্রবার রাতে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কোয়েটার বুলেলি এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে।

সরকারি সূত্র জানিয়েছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলেও বিস্ফোরণে আহতদের বেশির ভাগই সাধারণ নাগরিক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ওই এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। গত সোমবার কোয়েটায় এক বিস্ফোরণে ৯ জন আহত হয়। এর মধ্যে তিনজনই পুলিশ সদস্য। সে সময়ও পুলিশের গাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয়। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পুলিশকে লক্ষ্য করে এটি তৃতীয় হামলার ঘটনা।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।