৯টি আঙ্গুল হারিয়ে এভারেস্ট মিশন বাতিল


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

জাপানের একজন পবর্তারোহী `ফ্রস্টবাইটে` হাতের নয়টি আঙ্গুল হারানোর পর এভারেস্ট পর্বতশৃঙ্গে উঠবেন না বলে ঘোষণা দিয়েছেন। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নবুকাজু কুরিকি নামের ওই পর্বাতারোহী তার ফেসবুক পেইজে লিখেছেন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছি। তবে কঠিন বরফের মধ্যে যেতে অনেক সময় লাগছিল। তিনি লিখেছেন, আমি বুঝতে পারলাম যদি আমি এভাবে যেতে থাকি তাহলে আমি আর বেঁচে ফিরবো না।

২৯ হাজার ২৯ ফুট উঁচুতে ওঠার শেষ চেষ্টার সময় এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন কুরিকি। এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর কুরিকি প্রথম ব্যক্তি যিনি এভারেস্টে ওঠার চেষ্টা করছিলেন ।

কুরিকি অ্যাডমুন্ড হিলারি ও তেনজিং নরগে ১৯৫৩ সালে যে পথ দিয়ে এভারেস্টে উঠেছিলেন তিনিও সে পথেই ওঠার চেষ্টা করছিলেন। ৩৩ বছর বয়সী কুরিকি গত ছয় বছরে এই নিয়ে পাঁচবারের মত চেষ্টা করলেন। শনিবার রাতে সর্বশেষ ক্যাম্প ছেড়ে আসার পর তিনি লেখেন আর তিনি এভারেস্টে ওঠার চেষ্টা চালাতে চান না।

জাপানের এই পর্বাতারোহী বলেন, আমার এই প্রচেষ্টায় যারা সমর্থন জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।

এর আগে তিনি চার বার এভারেস্ট চূড়ার খুব কাছ থেকে নেমে আসতে বাধ্য হয়েছিলেন। ২০১২ সালে তিনি তার হাতের নয়টি আঙ্গুল হারান। ওই বছর ৮ হাজার ২৩০মিটার উঁচুতে  ২০ সেন্টিগ্রেডের নিচের তাপমাত্রায় একটি বরফের গর্তে দুইদিন আটকে পরার পর নয়টি আঙ্গুল হারান।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।