শ.ম রেজাউল করিম সংবর্ধিত


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ বার কাউন্সিলের নব নির্বাচিত সদস্য শ. ম রেজাউল করিমকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন নাজিরপুর উপজেলা শাখা তাদের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে শ. ম রেজাউল বলেন, নাজিরপুর তথা পিরোজপুরের মানুষের অকৃত্তিম ভালোবাসা এবং সৃষ্টিকর্তার অসীম দয়ার কারণেই তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হতে পেরেছেন। তিনি সব সময় নাজিরপুর তথা পিরোজপুরের মানুষের সার্বিক সহযোগিতার জন্য সদা প্রস্তুত বলে নিজের মনোভাব ব্যক্ত করেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাজিরপুর উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশন নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ জাকির আহম্মেদ, জাতীয় পার্টি নাজিরপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার খালেকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুখরঞ্জন বেপারী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহের হোসেন হাওলাদার, পিরোজপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা সিকদার এবং ইউপি সদস্য সবিতা রাণী সমদ্দার প্রমুখ।

হাসান মামুন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।