রামমন্দির নির্মাণে ৫১ হাজার রুপি দানের ঘোষণা মুসলিম নেতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৯

অযোধ্যায় রামমন্দির নির্মাণ করতে ৫১ হাজার রুপি দান করবে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি।

সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার প্রতি সম্মতিও জানিয়েছেন তিনি। অযোধ্যায় রামমন্দির নির্মাণে তাদের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, রামমন্দির নির্মাণে ৫১ হাজার রুপি দান করা হবে।

আর এই দানকে অনেকেই ধর্মীয় সম্প্রীতি বলে মনে করছেন। এ বিষয়ে ওয়াসিম রিজমি বলেন, ভগবান রাম আমাদের সবার পূর্বপুরুষ। তাই রামমন্দির নির্মাণ হোক সেখানে। এ কারণে ওয়াসিম রিজভি ফিল্মসের পক্ষ থেকে ৫১ হাজার টাকা রাম-জন্মভূমি নিয়াসের হাতে তুলে দেয়া হবে রামমন্দির নির্মাণের জন্য।

ফলে এই অর্থ এখানে একদিকে সম্প্রীতি অন্যদিকে পাশে থাকার বার্তা হিসাবে দেখছে বিভিন্ন মহল। উল্লেখ্য, বাবরি মসজিদের যে জমি নিয়ে বিতর্ক ছিল সেখানে রামমন্দির নির্মাণের রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। আর সরকারকে ৫ একর জমি অন্যত্র ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয় বাবরি মসজিদ তৈরি করার জন্য।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।