ইয়েমেনে হামলায় সৌদি জেনারেল নিহত


প্রকাশিত: ১০:০৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের একজন ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছে। সৌদি সেনাবাহিনী রোববার এ তথ্য নিশ্চিত করেছে। তবে তিনি কখন, কোথায় হুথি বিদ্রোহীদের হামলার স্বীকার হয়েছেন সেবিষযে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। খবর এএফপির।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশের ৮ম ব্রিগেডের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইবরাহিম হামজিকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে পুনরায় ক্ষমতায় বসাতে দেশটিতে হামলা শুরু করে সৌদি জোট।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।