সৌদিকে ক্ষমা চাওয়ার আহ্বান খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, মিনায় পদদলিত হয়ে সহস্রাধিক হাজির প্রাণহানির ঘটনা কোনো ছোট বিষয় নয়। এজন্য সৌদি আরবকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে, পদদলিত হয়ে হতাহতের এ ঘটনায় সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর বিবিসির।
মিনার এ হতাহতের ঘটনা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রসিকিউটর জেনারেল সৈয়দ ইব্রাহিম রাইসি। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার মক্কার মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৭৬৯ জন হাজি নিহত হয়েছেন। গত ২৫ বছরের মধ্যে মিনার এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯৩৪ জন হাজি। নিহতদের মধ্যে ১৪০ জন ইরানি রয়েছেন।
এছাড়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোন দেশের কতজন হাজি নিহত হয়েছেন সেসম্পর্কে পূর্ণাঙ্গ কোনো তালিকা প্রকাশ করতে পারেনি সৌদি আরব। অবশ্য দেশটি মিনা ট্রাজেডি নিয়ে ইরানের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে।
মিনায় হাজিদের মৃত্যুর ঘটনায় চাপের মুখে পড়েছে সৌদি আরব। এ বিষয়ে ইরানের পাশাপাশি সরব হয়েছে ইন্দোনেশিয়া। সৌদি আরবের বিরুদ্ধে অনেকেই হজের ব্যবস্থাপনা নিয়ে গাফিলতির অভিযোগ তুলেছেন।
হাসান রুহানি বলেছেন, দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে সৌদি সরকার কোনো তথ্য দিচ্ছে না। হতাহত ব্যক্তিদেরকে দেশে ফেরতের বিষয়েও সহযোগিতা করছে না। এসব বিষয়ে তিনি সৌদি সরকারের তীব্র সমালোচনা করেন।
মানবাধিকার বিষয়ক সৌদি সরকারের আইনগত বাধ্যবাধকতা পালন সম্পর্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুন রিয়াদকে নির্দেশ দিতে পারেন বলে মন্তব্য করেন রুহানি।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম বার্ষিক অধিবেশনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট বান কি মুনের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি মিনা দুর্ঘটনা নিয়ে কথা বলেন।
এর আগে সৌদি আরবের গ্রান্ড মুফতি মিনার ওই হতাহতের ঘটনাকে মানুষের নিয়ন্ত্রণের বাইরে বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটা হতাহতদের নিয়তিতে ছিলো।
এদিকে সৌদি সরকার এ দুর্ঘটনার দায় এড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতল্লাহ আল খামেনি। তিনি বলেছেন, দুর্ঘটনার কারণে মুসলিম বিশ্বে নানা প্রশ্ন উঠেছে এবং এক হাজারের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা কোনো ছোট বিষয় নয়। মুসলিম বিশ্বের উচিত এ সমস্যার সমাধান খুঁজে বের করা।
এসআইএস/আরআইপি