ব্যাংক পাড়ায় কাটেনি ঈদের আমেজ


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে ব্যাংক-বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংক পাড়ায় এখনো কাটেনি ছুটির আমেজ। তিন দিন ঈদের ছুটির পর রোববার ব্যাংক খুললেও প্রথম দিনে কমকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল কম। রাজধানীর মতিঝিল দিলকুশা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

ঈদের পর প্রথম কার্যদিবস রোববার মতিঝিল ব্যাংক পাড়ায় প্রায় ব্যাংকেই কমকর্তাদের অলস সময় কটাতে দেখা গেছে। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ব্যস্ততা কম থাকায় গল্প গুজব আর ঈদের কুশল বিনিময় করে সময় পার করছেন তারা। বাংলাদেশ ব্যাংকেরও একই চিত্র। বেশিভাগ বিভাগ ফাঁকা দেখা গেছে। যারা এসেছে তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় আর আলাপ আলোচনায় ব্যস্ত।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে। তবে অনেকেই ছুটিতে থাকায় রোববার উপস্থিতি কম ছিল। আশাকরি দুই একদিনের মধ্যেই সবাই আবার নিয়মিত হয়ে যাবেন।

সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার ফনীন্দ্র ত্রিবেদী জাগো নিউজকে বলেন, তিন দিন ছুটির পর আজ ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রয়েছে। কারণ অনেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আছে। দুই এক দিনের মধ্যে এসে পড়বে। অন্যান্য দিনের তুলনায় ১০ ভাগের একভাগ লেনদেন হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু না হওয়ায় বড় ধরণের কোন লেনদেন হচ্ছে না। ছোট ছোট লেনদেন হচ্ছে। এ সপ্তাহে ক্রমান্বয়ে লেনদেন বাড়বে। আগামী সপ্তাহ থেকে স্বাভাবিকভাবে লেনদেন হবে।

ঢাকা ব্যাংকের মতিঝিল শাখার কর্মকর্তা হারিস চৌধুরী জানান,  ঈদের ছুটির আমেজ এখনো পুরোপুরি কাটেনি। ব্যাংকে কর্মকর্তাদের ৮০ শতাংশ উপস্থিত রয়েছে। লেনদেন কম হচ্ছে। বিল কাউন্টারে গ্রাহকদের উপস্থিতি বেশি। গ্রাহকরা টাকা উত্তোলনের তুলনায় জমা বেশি দিচ্ছেন বলে জানান তিনি।

এসআই/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।