মধ্য আফ্রিকায় সংঘর্ষে নিহত ২১


প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। শনিবার দেশটির রাজধানী বাঙ্গুইয়ে এক মুসলমান ব্যক্তির লাশ পাওয়ার পর এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

রাজধানী বাঙ্গুইয়ের একটি রাস্তায় এক মুসলমান ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে রেখে যায় অজ্ঞাতরা। পরে মুসলিমরা ওই এলাকায় বসবাসরত খ্রিস্টানদের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ২১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে টহল দেয়া শুরু করেছে।

২০১৩ সাল থেকে সংখ্যাগরিষ্ঠ  খ্রিষ্টান বিদ্রোহীরা দেশটির ক্ষমতা দখল করে।এরপর থেকে বিভিন্ন সময় ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। হাজার হাজার লোক ঘড়বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।