ভারতে যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১১ নভেম্বর ২০১৯

ভারতের হায়দরাবাদ প্রদেশে যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত এক যাত্রী নিহত ও আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

সোমবার হায়দরাবাদের কাচিগুদা রেলস্টেশনে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। এনডিটিভি বলছে, সকালের দিকে হায়দরাবাদের কাচিগুদা রেলস্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

রুশ সংবাদমাধ্যম স্পুটনিক বলছে, হায়দরাবাদের কাচিগুদা রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপর উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়ার বগির ভেতর আটকা পড়া এক চালককে উদ্ধারের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

যান্ত্রিক ত্রুটির কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুটি ট্রেন একই লাইনে চললেও কোনো ধরনের সংকেত কিংবা সতর্ক বার্তা দেয়া হয়নি।

দুর্ঘটনার কবলে পড়া ট্রেন দুটির একটি হায়দরাবাদ মাল্টি-মডাল ট্রান্সপোর্ট সিস্টেমের, অপরটি হান্ড্রি এক্সপ্রেস। দ্বিতীয় ট্রেনটি সেকুনদারাবাদ সিটি রেলস্টেশন থেকে অন্ধ্রপ্রদেশের কার্নুল রেলস্টেশনে চলাচল করে।



এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।