২৪ ঘণ্টা পর গ্যাস সরবরাহ শুরু


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

সরকারি ঘোষণা অনুযায়ি ২৪ ঘণ্টা দেশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আবারো গাড়িতে  গ্যাস (সিএনজি) দিতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলো।

শনিবার রাত ১২টার পর গ্যাস দেওয়া শুরু হয়। রাজধানীর গ্যাস ফিলিং স্টেশনগুলোতে রাত ১২টার পর থেকে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।

এদিকে, শনিবার ঈদের পরদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গণপরিবহনের অভাবে দিনভর ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। অনেকক্ষেত্রে বেশিভাড়া গুণেও সিএনজি চালিত অটোরিকশার মতো যান পাওয়া যায়নি।

তাই দীর্ঘ অপেক্ষার পর রাত ১২টার আগেই গ্যাস নিতে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার দীর্ঘ সারি দেখা গেছে।

প্রসঙ্গত, বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ঈদের দিন শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

এসএ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।