মিনা ট্র্যাজেডি : এ পর্যন্ত নিহত ৭৬৯


প্রকাশিত: ০৩:৩২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ৭৬৯ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালিহ।

শনিবার খালেদ আল-ফালিহের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হতাহতের হালনাগাদ তালিকায় নিহতের সংখ্যা ৭৬৯ বলে দাবি করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে সৌদি স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবারের ওই ঘটনায় নিহত হয়েছেন ৭৬৯ জন যা আগে পাওয়া তথ্যের চেয়ে ৫২ জন বেশি।

তিনি জানান, এই ৫২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া ওই ঘটনায় মোট ৯৩৪ জন আহত হয়েছেন।

এদিকে, সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস সূত্রে জনা গেছে এ ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশের ১৭ জন হাজির মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, এ বছর সৌদি আরবে হজপালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গেছেন প্রায় ২০ লাখ মুসল্লি। কিন্তু বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকতা পালনের শেষ পর্যায়ে শয়তানের (প্রতীকী) উদ্দেশে পাথর ছুঁড়তে গিয়ে পদদলিত হয়ে বহুসংখ্যক হাজি হতাহত হন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।