দুই মাসের জন্য মাঠের বাইরে মেসি
ক্যাম্প ন্যুয়ে লাস পালমাসের সঙ্গে খেলার সময় পায়ে চোট গুরুতর আহত হয়েছেন বার্সেলোনার শীর্ষ তারকা লিওনেল মেসি। আর এ জন্য আগামী দুই মাস থাকে মাঠের বাইরে থাকতে হবে। আর এটা মেসি ভক্তদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ।
এদিনের খেলায় লাস পালমাসকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠলেও মেসির চোট পাওয়া স্পেনের জনপ্রিয় এই ফুটবল ক্লাবটির জন্য খারাপ খবরই। কারণ মেসিকে ছাড়াই লিগে লড়তে হবে বার্সাকে।
লাস পালমাসের সঙ্গে খেলার তৃতীয় মিনিটে বাঁ দিকে বল পেয়ে ক্ষিপ্রতার সঙ্গে ডি বক্সে ঢুকে যান মেসি। শট নেওয়ার মুহূর্তে পালমাসের দানিয়েল কাস্তেয়ানোর সঙ্গে পায়ে পায়ে সংঘর্ষ হয়। এরপর কিছু সময় মাঠে থাকলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ১০ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে।
মেসির পায়ের চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক টুইটে বার্সেলোনা জানিয়েছে, মেসির বাঁ হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। ৭ থেকে ৮ সপ্তাহের মতো তাকে মাঠের বাইরে থাকতে হবে।
এসকেডি/এমএস