বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় ওবামা ও শি’র অঙ্গীকার


প্রকাশিত: ১০:৪৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় এবং বাণিজ্যিক তথ্য হাতিয়ে নিতে সাইবার হামলা বন্ধের অঙ্গীকার ব্যক্ত করেন। তবে মানবাধিকার ও ভূখণ্ডগত বিরোধ সংক্রান্ত বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

বিশেষ এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা ভিন্ন মতালম্বীদের সাথে চীনের আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন এবং তিনি জোর দিয়ে বলেন, মার্কিন ফার্মগুলোকে হ্যাক করা অবশ্যই বন্ধ করতে হবে। তবে তিনি জলবায়ু পরিবর্তনে অঙ্গীকারের জন্য শিকে ধন্যবাদ জানান।

অর্থনৈতিকভাবে শক্তিশালী বিশ্বের শীর্ষ এ দু’টি দেশ জলবায়ু দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী হওয়ায় পরিবেশবাদীরা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসে তাদের এই অঙ্গীকারকে স্বাগত জানান। এ বছর শেষ হওয়ার আগে বৈশ্বিক জলবায়ু সংক্রান্ত একটি চুক্তি করার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।