মেঘনার ভাঙন ঠেকাতে স্থায়ী পদক্ষেপ নেয়া হবে


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গ্যাস সমৃদ্ধ ও কৃষি ফলন উদ্বৃত্ত ভোলা জেলাকে মেঘনার ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়া হবে। বর্ষার পরে ওই সব কাজ শুরু হবে। এসময় তিনি বলেন, দেশের মানুষ স্বনির্ভর হচ্ছেন। গ্রামের মানুষ ভালো আছেন। নদী ভাঙনের জন্য অনেক পরিবার নিঃস্ব হচ্ছেন। তাদের পূনর্বাসনেরও ব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার ভোলার ইলিশা এলাকায় নদী ভাঙন ঠেকানোর দাবিতে এলাকার শত শত নারী পুরুষের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ মানুষকে স্বান্ত্বনা দেয়ার পাশপাশি পরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।  

এ সময় মন্ত্রীর সঙ্গে জাপানি একটি প্রতিনিধি টিমও উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইউনুছসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

Tofael

অপরদিকে নদী ভাঙন কবলিত ইলিশা এলাকার কয়েকশ যুবক তাদের রক্ষা করার দাবি গায়ে লিখে দিনভর অবস্থান নেয়। উত্তর ভোলা বাচাঁও সংগ্রাম কমিটির ব্যানারে এ সময় দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী, শিক্ষকসহ নানা পেশার শত শত নারী পুরুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহ্বায়ক সায়েদ আলী, নুরে আলম পাটোয়ারী, নিজাম হাদি, শাহাবুদ্দিন ফরাজি, মনজু মাস্টার ।

অপরদিকে মন্ত্রী জাপানি প্রতিনিধিদের নিয়ে ভোলা জেলা সদরের ইলিশা , রাজাপুর, ভেদুরিয়া ভেলুমিয়াসহ কয়েকটি স্থান পরিদর্শন করেন।

অমিতাভ অপু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।