হজ নিয়ে স্ট্যাটাস : এনজিও’র নির্বাহী পরিচালকসহ আটক ২


প্রকাশিত: ১১:৩১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

ফেসবুকে হজ সম্পর্কে উসকানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে সাতক্ষীরায় দুজনকে আটক করা হয়েছে। আটকরা, হলেন মোহন কুমার মণ্ডল (৪০) ও শওকত গাজী (৩৬)।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা মোহন বেসরকারি সংস্থা ‘লিডার্স’এর নির্বাহী পরিচালক।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার মুনসুর সরদারের গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে আটক না করতে সুপারিশ করলে শওকতকেও আটক করা হয়।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের ভাষ্য, মোহন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে হজে মানুষ মারা যাওয়া নিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দেন। যে কারণে তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় শ্যামনগর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ (২) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।