সিলেটে ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

সিলেটে কুরবানির পশুর বর্জ্যের পাশাপাশি চামড়া ব্যবসায়ীদের জড়ো করা চামড়া থেকে উদ্ভুত সকল প্রকার বর্জ্য অপসারণকাজ সম্পন্ন করেছে সিলেট সিটি কর্পোরেশন।

শনিবার বেলা আড়াইটায় নগরের প্রধান প্রধান সড়ক ও অলিগলি পরিদর্শন করে দেখা গেছে কোথাও কোনো কুরবানির বর্জ্য নেই। ঈদের দিনের কুরবানির পশুর বর্জ্য ঈদের দিনেই অপসারণকাজ সম্পন্ন করে সিলেট সিটি কর্পোরেশন।

অন্যদিকে চামড়া ব্যবসায়ীদের রাস্তায় জড়ো করে রাখা চামড়ার কারণে উদ্ভুত বর্জ্য শনিবার বেলা ২টার মধ্যে অপসারণকাজ সম্পন্ন করে সিলেট সিটি কর্পোরেশন। দুর্গন্ধমুক্ত রাখার জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা রাস্তা ব্লিচিং পাউডার ও পানি দিয়ে পরিস্কার করেছে। 

ঈদুল আযহায় কুরবানির পশুর বর্জ্য পরিচ্ছন্ন করার কাজে এবার সিলেট সিটি কর্পোরেশনের ৯টি টিম ছাড়াও নিয়োজিত আছে সিলেট সিটি কর্পোরেশনের স্পেশাল মোবাইল টিম। ঈদের দিন দুপুর ১২টা থেকে ১০টিমের মাধ্যমে ৪৫০ জন পরিচ্ছন্নতাকর্মী একযোগে নগরকে পরিচ্ছন্ন করার কাজে একনাগারে কাজ করেন।

আর এসব কাজ সরেজমিন তদারকি করছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এসব তথ্য জানালেন সিলেট সিটি কর্পোরেশরেন চীফ কনজারভেন্সী অফিসার মো. হানিফুর রহমান।

Sylet

ঈদের পরদিন শনিবার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, কুরবানির পর পশুর বর্জ্য দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের দিনই বেশিরভাগ বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করেছে। শনিবার ব্লিচিং পাউডার দিয়ে রাস্তা পানি দিয়ে ধুয়ে জীবানুমুক্ত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও কোনো বর্জ্য বা দুর্গন্ধযুক্ত পরিবেশ বিরাজ করছে কীনা তা-ও খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুধু ঈদের আগের দিন এবং ঈদের দিন নয়, ঈদের পরবর্তী দুইদিনও নগরের পরিবেশ পরিচ্ছন্ন করার কাজে সর্বদা নিয়োজিত থাকবে সিটি কর্পোরেশনের বিশেষ টিম।

সিলেট সিটি কর্পোরেশনের কনজারভেন্সী সূত্র জানায়, এবার সাড়ে চারশ পরিচ্ছন্নকর্মী ছাড়াও ৩০টি ট্রাক সার্বক্ষণিকভাবে বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত আছে। এছাড়াও পরিচ্ছন্ন করার কাজে সম্পৃক্ত আছে ৬টি পানির গাড়ি। কোনো এলাকায় বর্জ্য অপসারণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০১৬৭০৬০৩০৫৫ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

এদিকে ঈদের দিনের মতো ঈদের পরদিন শনিবারও সকাল থেকে নগরের রিকাবীবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার, সুরমা পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

ছামির মাহমুদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।