পশুর পরিবর্তে সন্তান কোরবানির পরামর্শ সাংসদের


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

মুসলমানদের পবিত্র কোরবানি ঈদকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ ঊষা ঠাকুর। পবিত্র ঈদুল আযহায় মুসলমানদেরকে নিজেদের সন্তান কোরবানি দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, পশুর বদলে নিজের সন্তানদের কোরবানি দিন মুসলিমরা!  

নিজের এই অদ্ভূত যুক্তি প্রতিষ্ঠা করতে পুরাণের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। বলেছেন, ঈদুল আযহার দিনে আসলে পুত্রকে কোরবানি দেওয়া হতো। পরবর্তীকালে যা ছাগল দিয়ে প্রতিস্থাপিত করা হয়।

ঊষা ঠাকুর বলেন, যদি কোরবানি দিতেই হয় তাহলে নিজ পুত্রকে দেওয়া উচিত। তার বদলে নিরীহ পশুদের কোরবানি দেওয়ার অধিকার কারো নেই।

তিনি আরো বলেন, যে সমস্ত মুসলিম ভাইরা নিজেদের পোষ্য জন্তুদের কোরবানি থেকে বিরত থেকেছেন আমি তাদের অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি আমরা যদি কাউকে জন্ম দিতে না পারি, কারো প্রাণ নেওয়ার অধিকার আমাদের নেই। এই নিরীহ জন্তুরাও ঈশ্বরের সৃষ্টি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।