যৌন কেলেঙ্কারির অভিযোগে সৌদি প্রিন্স আটক
যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সৌদি আরবের এক প্রিন্সকে আটক করা হয়েছে। ২৮ বছর বয়সী সৌদি প্রিন্স মাজেদ আবদুল আজিজ আল সৌদ নামের ওই প্রিন্সের বিরুদ্ধে জোরপূর্বক এক কর্মীকে তার সঙ্গে যৌন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। এর পরই তাকে আটক করা হয়। খবর বিবিসির।
লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, প্রিন্স মাজেদ আবদুল আজিজ আল সৌদকে ব্রেভারি হিলস ম্যানসনের এক কর্মীকে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করার অভিযোগ পাওয়ার পর বুধবার অাটক করা হয়। পরে ওই দিনই সৌদি এই প্রিন্স তিন লাখ ডলার দিয়ে ছাড়া পায়।
আগামী ১৯ অক্টোবর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দ্য লস অ্যাঞ্জেলস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওই নারীর একজন প্রতিবেশি তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেসময় তিনি সাহায্যের জন্য আবেদন করছিলেন। একইসঙ্গে আহত ওই নারী একটি স্টেটের দেওয়াল টপকানোর চেষ্টা করছিলেন। পরে তার একজন প্রতিবেশি থানায় খবর দিলে তাকে উদ্ধার করা হয়। আহত নারীর অভিযোগের ভিত্তিতে মাজেদকে আটক করে পুলিশ।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এসআইএস/পিআর