৬ ফুটের ডোনারের স্পার্ম থেকে বামন সন্তান, আদালতের দ্বারস্থ মা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৫ নভেম্বর ২০১৯

মা হতে চেয়ে ৪০ বছরের এক নারী সাহায্য নিয়েছিলেন ইনভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির। সে জন্য তিনি বেছে নিয়েছিলেন ছয় ফুট উচ্চতার এক স্পার্ম ডোনারকে। কারণ ওই নারীর ইচ্ছা ছিল তার সন্তান যেন লম্বা হয়।

কিন্তু সন্তান জন্মানোর পর জানা গেল সে ডোয়ার্ফিজমে আক্রান্ত। অর্থাৎ তার সন্তান বড় হয়ে হবে একজন খর্বকায় ব্যক্তি। আর তা জানার পরই ওই স্পার্ম ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে গেলেন ওই নারী।

সম্প্রতি এই ঘটনা ঘটেছে রাশিয়াতে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে সেখানকার একটি ডিস্ট্রিক্ট কোর্ট ওই স্পার্ম ব্যাঙ্ককে সাময়িক সময়ের জন্য কাজ বন্ধ রাখতে বলেছে। যদিও ওই স্পার্ম ব্যাঙ্কের বক্তব্য, এটা তাদের কোনও ত্রুটি নয়। তারা উৎকৃষ্ট মানের স্পার্মই সরবরাহ করেছিল। তাই এই ভুলের দায় তারা নেবে না।

তবে মেডিক্যাল বিশেষজ্ঞদের বক্তব্য, যার জন্য ডোয়ার্ফিজম হয়, তার সঙ্গে স্পার্ম ডোনারের সম্পর্ক নেই। তাদের মতে, অ্যাকান্দ্রোপ্লাজিয়া, যা সাধারণভাবে ডোয়ার্ফিজম নামে পরিচিত, তা একটি ‘র্যানডম ইভেন্ট।’

জিন পরিবর্তন বা জিনের মিউটেশনের জন্যই এ রোগ হয়। এ ধরনের রোগে ২০ হাজারে একজন আক্রান্ত হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। আনন্দবাজার।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।