কারবালায় ইরানি দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ এএম, ০৪ নভেম্বর ২০১৯

ইরাকে শিয়া মুসলিমদের পবিত্র শহর কারবালায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। রোববার রাতে ওই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা দূতাবাস থেকে ইরানি পতাকা খুলে ফেলে সেখানে ইরাকের পতাকা উত্তোলন করেছে।

বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়েছে এবং টায়ারে আগুন ধরিয়ে দিয়েছে। অপরদিকে বিক্ষোভকারীদের হটাতে ফাঁকা গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী।

এই ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

অক্টোবরের শুরু থেকেই সরকারবিরোধী বিক্ষোভে নামে বিক্ষোভকারীরা। কারবালা, বাগদাদ এবং দক্ষিণ ইরাকের বিভিন্ন শহরে সরকারবিরোধী এই বিক্ষোভ সহিংসতায় রুপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত আড়াই শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে। এছাড়া আরও কয়েকশ বিক্ষোভকারী আহত হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।