জয়পুরহাটে ৩৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

জয়পুরহাট-বগুড়া সড়কের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাসি চালিয়ে ৩৪টি স্বর্ণের বারসহ এক সোনা পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকার ও পাচারকারীসহ স্বর্ণগুলো আটক করে।

আটক স্বর্ণ পাচারকারী এহসানুল হক হিরা বগুড়া জেলা শহরের আটাপাড়া-ওয়াপদা এলাকার মৃত নুরুল হকের ছেলে।

জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো প্রাইভেটকারযোগে ঢাকা থেকে সীমান্তবর্তী হিলি নিয়ে যাওয়া হচ্ছিল। আটক স্বর্ণের মূল্য ১ কোটি ৬৬ লাখ টাকা হবে বলে তিনি জানান।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।