সিরিয়ান শরণার্থীদের সহায়তার ঘোষণা ইইউর
মধ্যপ্রাচ্যে সিরিয়ান শরণার্থীদের সহযোগিতায় জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতারা। ইইউ ভুক্ত দেশগুলোতে শরণার্থী সংকট মোকাবেলায় তারা নতুন করে আরো একশ কোটি ইউরো সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
একইসঙ্গে সিরিয়ার প্রতিবেশি দেশগুলোতেও সাহায্যের পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানিয়েছে ইইউ। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত এলাকাগুলোকে আরো শক্তিশালী করার ব্যাপারে সম্মত হয়েছে নেতারা।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সতর্ক করে দিয়ে বলেছেন, শরণার্থীদের স্রোত আরো বাড়তে পারে। তিনি বলেন, ইইউর সীমান্ত এলাকাগুলো বন্ধ এবং খোলার ব্যাপারে আমাদের নিয়ম-নীতি সংস্কার করা দরকার।
চলতি বছরে অন্তত ৫ লাখ অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে। আর এ বিষয়ে ইইউ ভুক্ত দেশগুলোর মধ্যে চরম বিভক্তি দেখা দিয়েছে।
এসআইএস/পিআর