রাজধানীতে ঈদের জামাত কখন কোথায়


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীতে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। শুক্রবার সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জামাত হবে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন ও সিটি করপোরেশন থেকে পাঠানো বিভিন্ন জায়গায় ঈদের জামাতের সূচিগুলো :

সকাল পৌনে ৭টায় : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাঠে, বৃষ্টি হলে সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৭টায় : দারুস সালামের মীরবাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে, লক্ষীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে।

সকাল সোয়া ৭ টায়: খিলগাঁওয়ের পিল্লমা সংসদ ময়দানে।

সকাল সাড়ে ৭টায়: মোহাম্মদপুর জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে, বৃষ্টি হলে মসজিদ কমপ্লেক্সের ভেতরে অনুষ্ঠিত হবে। এছাড়া কারওয়ান বাজারের আম্বরশাহ শাহি জামে মসজিদে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, মিরপুর-১২ ডি ব্লকের ঈদগাহে, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদে, মিরপুর-১২ এ ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে, নয়াপল্টন জামে মসজিদে, মিরপুর-৬ কেন্দ্রীয় জামে মসজিদে, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদে, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মসজিদ-এ-তৈয়্যেবিয়ায়, মোহাম্মদপুর জহুরি মহল্লার বাইতুত্ তাইয়্যেব জামে মসজিদে, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শিরফ জামে মসজিদে, কলাবাগান বশিরুদ্দিন রোড জামে মসজিদে ও পুরান ঢাকার হাটখোলার ফকিরবানু আল ফালাহ্ জামে মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল পৌনে ৮টায়: লালমাটিয়া ব্লক-জিতে মসজিদ-এ-বায়তুল হারামে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে, আবহাওয়া খারাপ থাকলে গেন্ডারিয়া কমিউনিটি সেন্টারে।

সকাল ৮টায়: বনানী কেন্দ্রীয় জামে মসজিদে, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি জামে মসজিদে, ধানমন্ডি ঈদগাহে, কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রধান ফটকসংলগ্ন মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল লনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে, লক্ষ্মীবাজারের নুরানি জামে মসজিদে, নারিন্দার মশুরীখোলা শাহ্ সাহেব বাড়ি জামে মসজিদে।

দুটি জামাত হবে যেখানে : দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। মানিকনগর পুকুরপাড় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়। দক্ষিণ মুগদা ব্যাংক কলোনির রসুলবাগ জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়। যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ায় প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত হবে।

তিনটি জামাত হবে যেখানে : সায়েদাবাদ আরজুশাহ্ পাক দরবার শরিফ বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায়। আরামবাগের বাবেরহমত দেওয়ানবাগ শরিফে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায়। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায়।
 
ইসলামিক ফাউন্ডেশন ও সিটি করপোরেশন সময় অনুযায়ী নামায আদায় করতে মুসল্লিদের অনুরোধ করেছে।

এসএ/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।