ঈদুল আজহার নামাজ


প্রকাশিত: ০২:২৯ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

মুসলমানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যা কুরবানির ঈদ নামেই বেশি পরিচিত। এ ঈদের নামাজের কিছু জরুরি বিষয় জাগো নিউজে তুলে ধরা হলো-

ক. ঈদের নামায দুই রাকাআত এবং এ নামাজ আদায় করা ওয়াজিব।
খ. নামাজের পর ইমাম যে খুৎবা প্রদান করেন তা সুন্নাত, কিন্তু মুক্তাদির জন্য তা শ্রবণ করা ওয়াজিব।
গ. প্রতি ওয়াক্তের নামাজের সঙ্গে ঈদের নামাজের পার্থক্য হচ্ছে- ঈদের নামাজের কোনো আজান-ইক্বামাত নেই এবং ফজরের পর সূর্যোদয় থেকে জোহরের নামাজের পূর্বেই এ নামাজ পড়তে হয়।
ঘ. পরিবেশ পরিস্থিতি থাকলে মহিলারাও এ নামাজে অংশ গ্রহণ করতে পারবে। বর্তমানে আমাদের দেশে এ পরিবেশ জাতীয় পর্যায়ের কয়েকটি মসজিদ ছাড়া অন্য কোথাও নেই।
ঙ. প্রাকৃতিক দুর্যোগ ও শরঈ সমস্যা না থাকলে ঈদের নামাজ মাঠে আদায় করা সুন্নাত।
চ. ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়তে হয়। কারণ নামাজের পর কুরবানির বিষয় রয়েছে। যাতে নামাজ আদায় করে কুরবানির গোস্ত দিয়ে খাবার শুরু করা যায়।
ছ. উভয় ঈদের নামাজেই অতিরিক্ত ছয় তাকবির দিতে হয়।

সতর্কবাণী- এবারের ঈদ জুমআ’র দিন। সুতরাং যতটা সম্ভব সকাল সকাল নামাজ আদায় করে কুরবানি করতে হবে। কারণ কুরবানির কারণে যেন জুমআ’র ফরজ ইবাদত ছুটে না যায়।

পরিশেষে...
আল্লাহ তাআলার দরবারে প্রার্থণা আল্লাহ যেন সব মুসলিমকে উপরোক্ত বিষয়গুলো জেনে আমল করার তাওফিক দান করেন। এ ভালো আমলগুলোর বরকত আমাদের দান করেন। আমিন।

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।