সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উৎযাপিত হবে। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী প্রিয় দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহর উদ্দেশে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হজরত ইব্রাহিম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও প্রতিবেশিদের মধ্যে বিলিয়ে দেন। সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন।
তিনি রাব্বুল আল আমিনের সহায়তা কামনা করেন।
বিএ