ভক্সওয়াগনের প্রধান নির্বাহীর পদত্যাগ


প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের প্রধান নির্বাহী মার্টিন উইন্টারকর্ন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ডিজেলচালিত গাড়িতে জালিয়াতির ঘটনায় ফেঁসে যাওয়ায় এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি

বুধবার রাতে বিবিসির খবরে বলা হয়, কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ায় গাড়ি নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠান ভক্সওয়াগনের প্রধান নির্বাহী মার্টিন উইন্টারকর্ন পদত্যাগের ঘোষণা দেন।

উইন্টারকর্ন বলেন, কয়েক দিন ধরে ঘটে যাওয়া ঘটনায় আমি বিস্মিত। ভক্সওয়াগনের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের জালিয়াতি হতে পারে, তা জেনে আমি খুবই মর্মাহত।

তিনি বলেন, ভক্সওয়াগনের এখন নতুন শুরু প্রয়োজন, সেটা ব্যক্তির ক্ষেত্রেও।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।