সিলেটে ঈদের জামায়াতের সময়সূচি


প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন এতে ইমামতি করবেন। জামায়াতের আগে বয়ান পেশ করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান।

আনজুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সরকারি আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামায়াত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামায়াতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

প্রতি বছরের ন্যায় এবারো ঈদুল আজহার জামায়াতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেট-এর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও সেক্রেটারি হাফিজ আব্দুল হাই হারুন।

এছাড়া দরগাহে হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্যাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায় পৃথক তিনটি ঈদ জামায়াত, সিলেট কালেক্টরেট মাঠে সকাল ৮টায়, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসায় সকাল সাড়ে ৭টায়।

নগরের শেখঘাট সরকারি কলোনি মাঠে সকাল ৮টায়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৮টায়, পশ্চিম পীর মহল্লা গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া ময়দানে সকাল পৌনে ৮টায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।