সৎ বাবার লালসার শিকার কিশোরীর সন্তান প্রসব
ভারতের মুম্বাইয়ে সৎ বাবার লালসার শিকার হয়ে ১২ বছরের এক কিশোরী একটি পুত্র সন্তান প্রসব করেছেন। গত সোমবার মুম্বাইয়ের জেজে হাসপাতালে ওই কিশোরী ২ কেজি ওজনের পুত্র সন্তান জন্ম দেন। বুধবার ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, কয়েক মাস আগে পেটের যন্ত্রণা শুরু হয় ওই কিশোরীর। পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিকভাবে তাকে কিছু ব্যাথানাশক ওষুধ দেওয়া হয়। চিকিৎসক প্রথমে বুঝতেই পারেননি ১২ বছরের ওই কিশোরী গর্ভবতী। পরে মেয়েটির পেটের আয়তন বাড়তে থাকলে আলট্রাসনোগ্রাফি করা হয়। তারপরেই ধরা পড়ে ওই কিশোরী ইতোমধ্যেই ৭ মাসের গর্ভবতী।
এরপরেই নিগৃহীতা কিশোরীর মা তার স্বামীর (মেয়েটির সৎবাবা) চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
এসআইএস/পিআর