দিনাজপুরে ঈদের প্রধান জামাত বড়মাঠে
দিনাজপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে গোর এ শহীদ বড় ময়দানে সকাল ৮টায় । এ মাঠে ৫০ হাজারের অধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া দিনাজপুর শহর ও আশপাশের এলাকায় ৪০টির অধিক উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বড় ময়দানের এ মাঠে নামাজ আদায় করবেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম এমপি, হাবিপ্রবির ভিসি রুহুল আমিন, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
এ ছাড়াও সকাল ৮টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আহলে হাদিস অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে শহরের বাইরে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ ও নশিপুর ঈদগাহ মাঠে। এছাড়াও দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, লালবাগ ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রিজ সংলগ্ন ঈদগাহ মাঠ, কাঞ্চন কলোনি ঈদগাহ মাঠ, পশ্চিম বালুয়াডাঙ্গা মিনার মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ, পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদ, রামনগর ঈদগাহ মাঠ, মুদিপাড়া ঈদগাহ মাঠ, ঘাষিপাড়া ঈদগাহ মাঠ, ফকিরপাড়া ঈদগাহ মাঠ, সুইহারী ঈদগাহ মাঠ, মহারাজা উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, দিনাজপুর অ্যাকাডেমি উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, ঈদগাহবস্তি ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, ৪নং উপশহর ঈদগাহ মাঠ, ৭নং উপশহর ঈদগাহ মাঠ, ৮নং উপশহর ঈদগাহ মাঠ, রাজবাটি ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, শিকদারগঞ্জ ঈদগাহ মাঠ, কাশিপুর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠসহ প্রায় ৪০টির অধিক উন্মুক্ত স্থানে এবং মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তবে সংশ্লিষ্ট ঈদগাহ মাঠ কমিটি কতৃপক্ষ জানান, আবহাওয়া খারাপ থাকলে স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর