জাতীয় ঈদগাহর নিরাপত্তা দিতে প্রস্তুত র্যাব
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠান উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিস্পোজাল ইউনিটের উপস্থিতিসহ বিভিন্ন ধরণের নিরাপত্তা নিশ্চিত করবে তারা।
বুধবার বিকেলে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
বেনজির আহমেদ বলেন, ঈদের বিশেষ এই জামাতে রাষ্ট্রপতিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ও মুসল্লিরা এখানে নামাজ আদায় করবেন। তাদের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ এলাকায় ওয়াচ টাওয়ার বসানো হবে। যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত থাকবে র্যাবের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স।
তিনি আরো বলেন, জাতীয় ঈদগাহ ছাড়াও দেশের ঈদগাহ এবং মসজিদগুলোতে স্থানীয় নিরাপত্তার পাশাপাশি র্যাব সদস্যরা টহল দেবে।
র্যাব মহাপরিচালক বলেন, আবহাওয়ার কারণে বর্তমানে পশুর হাটে অনেক সমস্যা হচ্ছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন শুক্রবারের আবহাওয়া ভালো থাকবে। আশা করছি সবাই সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করবে।
এসময় সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানান বেনজীর আহমেদ।
এআর/এসকেডি/পিআর