গোলের দেখা পেলেন বালোতেল্লি


প্রকাশিত: ১০:২৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

ইংলিশ ক্লাব লিভারপুলে গিয়ে যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে তার নৈপুণ্য ছিল মলিন। পুরো মৌসুমে ২৮ ম্যাচে করেছিলেন মাত্র ৪ গোল। পুরনো ক্লাবে ফিরে আবারো নিজেকে ফিরে পেলেন ফুটবলের এই ব্যাড বয়। অবশেষে উদানেসের বিপক্ষে গোলের দেখা পেলেন বালোতেল্লি।

চলতি মৌসুমে ইতালিয়ান সিরি আ’তে নিজের প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেলেও পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন বালোতেল্লি। তৃতীয় ম্যাচে গোল করে দলের জয়ে অবদান রাখেন তিনি। ম্যাচের ৫ মিনিটেই দূরপাল্লার ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন বালোতেল্লি। এরপর ১০ মিনিটে গোল করেন বোনাভেনুতরা। প্রথমার্ধের শেষ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ক্রিস্টিয়ান জাপাতা। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর ঘুরে দাঁড়ায় উদিনেসে। ৫১ মিনিটে স্বাগতিকদের ব্যবধান কমান আগিয়োন বাদু। সাত মিনিট পর আরও ব্যবধান কমান দুভান জাপাতা। তবে এরপর আর গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছারে এসি মিলান।

এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে মিলান। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান।

আরটি/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।