রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ বিজিবি সদস্য


প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা থেকে ঈদ করতে রাজশাহীতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে দুই বিজিবি সদস্যসহ তিন জন। বুধবার ভোরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তিকৃতরা হলেন, জেলার গোদাগাড়ির কেল্লাবাড়ী পাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে বিজিবি সদস্য মাসুম (২৫) ও নাটোর জেলার লালপুর থানার রামপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে রিপন আলী (২৫)। অপর একজনের জ্ঞান না ফেরায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। তবে হাসপাতালে গিয়ে ভর্তিকৃত বিজিবি সদস্যদের ছবি তুলতে গেলে তাতে বাঁধা দেয় বিজিবি কর্তৃপক্ষ।

এ ঘটনায় রামেক হাসপাতাল ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানান, ঈদের ছুটি কাটাতে মঙ্গলবার রাতে ঢাকার পিলখানা থেকে গাবতলী বাস টার্মিনালে গিয়ে রাজশাহীগামী খালেক পরিবহনের একটি বাসে উঠে বিজিবি সদস্যরা। এসময় বাসের ভেতরে তারা আমড়া খেলে অজ্ঞান হয়ে যান। পরে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছে থেকে মোবাইল ফোনসেট, টাকা ও জরুরি কাগজপত্র নিয়ে নেন। বুধবার ভোরে বাসটি টার্মিনালে এসে পৌঁছালে তাদের অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে বিজিবি সদস্যদের জ্ঞান ফিরে আসলেও অপর ব্যাক্তি জ্ঞান এখনো ফিরে আসেনি বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

শাহরিয়ার অনতু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।