যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার ন্যাটোর


প্রকাশিত: ০৯:০২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কিশোরদের উপর পুলিশ ও মিলিশিয়াদের যৌন নির্যাতনের ঘটনা অস্বীকার করেছে ন্যাটো। এর আগে যৌন নির্যাতনের ঘটনা চেপে যেতে পেন্টাগন নির্দেশ দিয়েছিল বলে অভিযোগ উঠার পর তা নাকচ করা হলো। খবর বিসিসির।

ন্যাটোর জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল এক বিবৃতিতে বলেছেন, তিনি আফগানিস্তানে অনেকবার গিয়েছেন কিন্তু এরকম কোন তথ্য পাননি।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে কয়েকজন সেনাসদস্য ও ২০১২ সালে মারা যাওয়া একজন মেরিন সেনার পিতা গ্রেগরি বার্কলেকে উদ্ধৃত করা হয়।

গ্রেগরি বার্কলে নিউইয়র্ক টাইমসকে জানান, তার ছেলেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নিষেধ করেছিল। ওই সময় কর্মকর্তারা তাকে জানিয়েছিলেন, এসব তাদের সংস্কৃতির অন্যতম অংশ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে শিশু কিশোরদের যৌন নির্যাতনের অভিযোগ আফগানিস্তানে অনেক পুরনো একটি সমস্যা। বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে এসব ঘটনা বেশি ঘটছে। কিন্তু এসব বাহিনীর সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্যই মার্কিন সেনাদের এ বিষয়ে কথা না বলার নির্দেশ দেয় পেন্টাগন।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ক্যাম্পবেল বলেছেন, আফগানিস্তানে এরকম কোনো ঘটনা ঘটেনি। যেকোনো ধরণের যৌন নির্যাতনের ঘটনা তাদের কাছে অগ্রহণযোগ্য।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।