পাটুরিয়ায় যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশ দ্বার হিসেবে খ্যাত পাটুরিয়া ফেরি ঘাটে এবার বড় ধরনের ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারছেন ঘরমুখো মানুষ। বুধবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বাস শুন্য ছিলো ব্যস্ততম এই ঘাট। তবে সকাল থেকে প্রাইভেটকার ও মাইক্রোবাস এবং লঞ্চ যাত্রীদের চাপ রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের সহকারী সাধারণ ব্যবস্থাপক জিল্লুর রহমান জাগো নিউজকে জানান, মঙ্গলাবার রাত ১০টার পর থেকে ঘাটে যাত্রীবাহী বাসের বেশ চাপ ছিল। সারারাত সেগুলোকে পার করা হয়। তবে সকালের দিকে ঘাট যাত্রীবাহী বাস শুন্য হয়ে যায়। এ সময় অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হয়েছে।

এদিকে বুধবার দুপুর ১২টার পর থেকে ঘাটে যাত্রীবাহী যানবাহনের চাপ বাড়লেও কোনো যানজট নেই। সারিবদ্ধভাবে যানবাহনগুলো ফেরিতে উঠানামা করতে দেখা গেছে। যানবাহনের বিশৃঙ্খলা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ৫ নং ঘাট দিয়ে শুধু ছোট গাড়ি এবং ৩ ও ৪ নং ঘাট দিয়ে যাত্রীবাহী বাস পার করছে। বিআইডব্লিউটিসি ও ঘাটে কর্মরত পুলিশ কর্মকর্তাদের দাবি নদী পার হতে ঘাটে একেকটি যানবাহনকে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে।

ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন জাগো নিউজকে জানান, বুধবার যেহেতু শেষ কর্মদিবস তাই সারাদিনই যানবাহনের চাপ থাকবে। তবে ফেরি সার্ভিস ঠিক থাকলে যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে হবে না।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৮টি ফেরির মধ্যে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। মঙ্গলবার রাতে মাধবিলতা নামে একটি ইউটিলিটি ফেরির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় স্থানীয় ভাসমান কারাখানায় মেরামতে রয়েছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।