সচিবালয়ে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের চার নম্বর ভবনে কৃষি মন্ত্রণালয়ের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো ক্ষয়-ক্ষতি ছাড়াই আগুন নেভানো হয় বলে জানা গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. বাবুল মিয়া জাগো নিউজকে টেলিফোনে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

জানা গেছে, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেলিমা আকতার বানু ওই কক্ষে অফিস করছিলেন। তিনি ইনপুট বিভাগের যুগ্ম সচিব হিসেবে কাজ করেন।

এদিকে আগুন এবং ধোঁয়ায় আতঙ্কিত অনেকে ভবন থেকে বাইরে চলে আসেন বলে জানা গেছে।

এসএ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।